বিপিএলের সমাপনী অনুষ্ঠানে আসছেন নোরা ফাতেহি!
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩, ০৬:৪৮ এএম

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বরাবরই থাকে সমালোচনা আর বিতর্ক। সেই ধারাবাহিকতা চলমান নবম আসরেও।
ডিসিশন রিভিউ সিস্টেম না থাকা, আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে না চাওয়া, ইনিংস শুরুর আগে হুট করে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের মাঠে নেমে যাওয়াসহ অনেক বিতর্কই জন্ম দিয়েছে এবারের বিপিএল।
সব সমালোচনার মধ্যে থাকা বিপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয়, সমাপনী অনুষ্ঠানে জমকালো আয়োজন। যেখানে পারফর্ম করতে দেখা যেতে পারে ভারতের লাস্যময়ী আইটেম গার্ল নোরা ফাতেহিকে।
এখন পর্যন্ত কারা আসছে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত না আসলেও নোরা ফাতেহি সহ ভারতীয় একাধিক তারকা আসার সম্ভবনা রয়েছে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে।