বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত
ফুটবল পায়ে রোনালদিনহোর নান্দনিকতায় মুগ্ধ হয়নি- এমন মানুষের দেখা পাওয়া ভার। শূন্য দশকের শুরু থেকে ফুটবল যখন ধীরে ধীরে যান্ত্রিকতার দিকে এগোচ্ছে, সেখানে এ ব্রাজিলিয়ান তারকা ছিলেন এক ঝলক মুক্ত বাতাস। নিজের সেরা সময়টা খুব বেশি দীর্ঘ না হলেও যে কয়দিন পেরেছেন, দুই পায়ের ছন্দে মাতিয়ে গেছেন ফুটবলপ্রেমীদের।
দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বাংলাদেশ সফরে আসছেন কিংবদন্তি সাবেক ফুটবলার রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন তিনি।
এমিলিয়ানো মার্টিনেজের মতোই রোনালদিনহোকে বাংলাদেশে আনছেন ভারতীয় ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলা এই ফুটবলারকে আসন্ন দুর্গা পূজার আগে কলকাতা ও ঢাকা সফরে আনতে যাচ্ছেন তিনি।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না। কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনো পা রাখা হয়নি বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকার।
চলতি বছরের জুলাইয়ে শতদ্রুর আমন্ত্রণেই বাংলাদেশ সফরে এসেছিলেন মার্টিনেজ। যদিও সেই সফরটা সংক্ষিপ্ত ছিল। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগটাই মেলেনি মার্টিনেজের।
রোনালদিনহোর সংক্ষিপ্ত বাংলাদেশ সফরের সম্ভাব্য কার্যক্রম নিয়েও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। মূলত এ কারণেই রোনালদিনহোর বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।