তানজিম সাকিবের বিতর্কিত পোস্ট নিয়ে যা বলল বিসিবি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম


তানজিম সাকিবের বিতর্কিত পোস্ট নিয়ে যা বলল বিসিবি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অভিষেকের দিন কয়েকের ব্যবধানে মুদ্রার দুপিঠই দেখলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স যেমন দেশের পাশাপাশি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। তার প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি কুম্বলে ও কার্তিকরা।

তেমনি ফেসবুকে পুরনো কিছু পোস্টের জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। অবস্থা এতোটাই বিব্রতকর যে, বিসিবির পক্ষ থেকেও ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন তানজিম সাকিব। ওই পোস্টে তিনি লেখেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

গত ১৯ জুলাই ইমার্জিং এশিয়া কাপের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের আড্ডা নিয়েও মন্তব্য করেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

সাকিবের এসব পোস্ট নিয়ে ভক্ত-সমর্থক সহ সকলের মাঝেই শুরু হয় তীব্র সমালোচনা। পরে গতকাল বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস।

অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, তানজিম হাসান সাকিব তার বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চেয়েছে। সে আর এই ধরনের পোস্ট করবে না বলে কথা দিয়েছে। তবে আবারও এই ধরনের পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied