রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর একটি মাইক্রোবাসে আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম


রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর একটি মাইক্রোবাসে আগুন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহাদাত। 

তিনি জানান, আগুনের খবর পাওয়ার পর পোস্তগোলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং ৮টা ২ মিনিটে তারা আগুন নির্বাপন করতে সক্ষম হয়।

তবে আগুনে পুড়ে গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied