টানা তিনদিনের ছুটিতে ফাঁকা রাজধানীর সড়ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ এএম

ছবিঃ সংগৃহীত
জগতের প্রতিটি মুমিন-মুসলমানের সমস্ত আবেগ-অনুরাগ প্রাণোত্সারিত ভালোবাসা আর উচ্ছ্বাসে একাকার হওয়া প্রাণ-মন-মনন আকুল করা দিন আজ। উৎসবের রোশনাইঘেরা ১২ই রবিউল আউয়াল। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)।
এরপরের দুই দিন ২৯ সেপ্টেম্বর (শুক্র) ও ৩০ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতি-শুক্র-শনিবার মিলিয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক দুইদিনের ছুটি মিলিয়ে মোট তিনদিনের ছুটিতে গেছে দেশ। এতে যেন নগরের ব্যস্ততম জীবনে স্বস্তি নেমে এসেছে। টানা তিনদিনের ছুটি কাজে লাগিয়ে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। কেউ গেছেন গ্রামের বাড়িতে আবার কেউবা পরিবার নিয়ে বেড়াতে গেছেন কোনো পর্যটন এলাকায়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কে নেই কোনো যানজট। গণপরিবহনে ওঠার জন্য নেই কোনো হুড়াহুড়ি-ঠেলাঠেলি। সবমিলিয়ে টানা ছুটিতে ফাঁকা রাজধানীর রাজপথ।
নগরীর ফার্মগেট, বিজয় সরণি, বাংলামোটর, শাহবাগ, মতিঝিলের ব্যস্ততম সড়কগুলোতে যানজট দেখা যায়নি। গণপরিবহনে ছিল না যাত্রীদের চাপ।
এদিকে, ফাঁকা রাস্তায় রিকশায় চড়ে বেড়াতে বের হয়েছেন অনেকে। তাদের উদ্দেশ্য হলো, দুপুর হওয়ার আগেই শপিং মল, সিনেমা হল কিংবা অন্য কোনো স্থানে যাওয়া।
টানা তিনদিনের ছুটিতে যানজটমুক্ত হয়েছে রাজধানী। নগরীর বিভিন্ন সড়কে স্বাভাবিক গতিতেই ছুটছে যানবাহন।