বৈঠক শেষে বিসিবি ছাড়লেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ এএম


বৈঠক শেষে বিসিবি ছাড়লেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্রিকেটে বড় কোনো সমস্যা দেখা দিলেই দৃশ্যপটে হাজির হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সর্বশেষ তামিম ইকবালের অবসর ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায়ও তিনি মধ্যস্থতা করেছিলেন।

এবার সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে তাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। আজ (মঙ্গলবার) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করার দেড়ঘণ্টা পর বেরিয়ে গেছেন মুর্তজা।

বিশ্বকাপের বাকি আর মাত্র ১০ দিন। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ। জানা গেছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।

অথচ এর আগে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে।

শুরুতে সেটি ছিল তামিম ইকবালের খেলা বা না খেলা নিয়ে। এই উদ্বোধনী ব্যাটার পাঁচ ম্যাচ খেলতে চান, এমন খবর ছড়ালেও বিষয়টি ছিল ভিন্ন। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করে পিঠে অস্বস্তি বোধ করার কথা জানান তিনি।

বোর্ডের বিভিন্ন সূত্র থেকে আগেই জানা গিয়েছিল বিশ্বকাপ ইস্যুতে সাকিব-তামিমের মতের অমিল হওয়ার বিষয়টি। অভিমান করে দুজনেই বিশ্বকাপ দল থেকে সরে যাওয়ার কথাও নাকি জানিয়েছিলেন। সমস্যার সুরাহা না হওয়ায় গতকাল মধ্যরাতে বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে আলোচনায় বসেছিলেন দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান।

আনফিট ক্রিকেটার নিয়ে বিশ্বকাপ মিশনে যেতে চান না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই এক ইস্যুতেই সাকিব নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড সভাপতিকে। জানা যায়, তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে থাকলে সাকিব আল হাসান অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান। 

তবে আজ তৃতীয় ওয়ানডে শুরু পর বিসিবিতে সাকিব-তামিমসহ চলমান বাংলাদেশ ক্রিকেটের সমস্যা সমাধানে এসেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর আগে তামিমের অবসরের পর তা সমাধানে এগিয়ে আসেন মাশরাফি।

দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেছেন মাশরাফি। এরপর মিনিট ত্রিশেক পরেই বিসিবিতে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে ক্রিকেট পাড়ায় চলমান সমস্যা সমাধানে টাইগারদের সাবেক সফল অধিনায়ক রাখবেন বড় ভূমিকা। 

Link copied