শেষ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম-লিটন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

ছবিঃ প্রতীকি
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের কাছে ৮৬ রানে হেরেছে স্বাগতিকরা। ব্যাট হাতে সেভাবে অবদান রাখতে পারেননি লিটন। মাত্র ৬ রানে আউট হয়েছেন।
লিটন বিসিবিকে জানিয়েছেন, তিনি মোটেও সুস্থবোধ করছেন না। ফলে সুস্থ থাকার লক্ষ্যে বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন না লিটন দাস। সে কারণে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটন ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। অন্যদিকে শান্তর পাশাপাশি বিশ্রাম শেষে আবারও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা স্বাগতিকরা শান্তর এই ফেরার ম্যাচে জিততে চাইবে, এড়াতে চাইবে সিরিজ হার।