তামিম ইস্যুতে যা বললেন মাশরাফি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ এএম

ছবিঃ সংগৃহীত
তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তামিম নিজের ফিটনেস নিয়ে সমস্যার কথা জানানোর পর তাঁকে ছাড়াই গঠন করা হয়েছে দল।
বাংলাদেশের ক্রিকেটে বড় কোনো সমস্যা দেখা দিলেই দৃশ্যপটে হাজির হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সর্বশেষ তামিম ইকবালের অবসর ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায়ও তিনি মধ্যস্থতা করেছিলেন।
এবার সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে তাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করার দেড়ঘণ্টা পর বেরিয়ে গেছেন মুর্তজা।
শেষবার মাশরাফিকে ক্রিকেটের সঙ্গে দেখা গিয়েছিল সেই তামিম ইস্যুতেই। তামিম ইকবালের অভিমানী অবসরের পর তাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তিনি। গতকাল বিশ্বকাপের দল ঘোষণায় তামিমের বাদ পড়ার পর আরও একবার তামিম ইস্যুতে মুখ খুলেছেন ম্যাশ। জানিয়েছেন, তামিম নিজেই বিশ্বকাপের দলে থাকতে চাননি।
মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন ‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয়, এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে। ’
শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। তবে এবার হয়ত মাশরাফির পক্ষেও সম্ভব না টাইগার ওপেনারকে দলে ফিরিয়ে আনা। আজ বিকেলে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে টাইগাররা।