বিতর্কিত হয়েও যে কারনে তানজিম সাকিবকে ছাড় দিচ্ছে বিসিবি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম


বিতর্কিত হয়েও যে কারনে তানজিম সাকিবকে  ছাড় দিচ্ছে বিসিবি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অভিষেকের দিন কয়েকের ব্যবধানে মুদ্রার দুপিঠই দেখলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স যেমন দেশের পাশাপাশি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। তার প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি কুম্বলে ও কার্তিকরা।

তেমনি ফেসবুকে পুরনো কিছু পোস্টের জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। অবস্থা এতোটাই বিব্রতকর যে, বিসিবির পক্ষ থেকেও ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিসিবি এই দফায় তাকে সতর্কবার্তা দিয়েই ছাড় দিয়েছে। 

তানজিম সাকিবের ভুল স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার মিরপুরে হোম অব ক্রিকেটখ্যাত শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলেন তিনি। 
জানান, তানজিম সাকিব কাউকে উদ্দেশ্য করে এমন পোস্ট করেননি। সামনের দিনগুলোতে এই পেসারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান বিসিবির এই কর্মকর্তা।

অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, তানজিম হাসান সাকিব তার বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চেয়েছে। সে আর এই ধরনের পোস্ট করবে না বলে কথা দিয়েছে। তবে আবারও এই ধরনের পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু কেন এমন বিতর্কের পরেও শাস্তির মুখে পড়ছেন না তানজিম সাকিব। সেই প্রশ্নের উত্তরও পরিষ্কার জালাল ইউনুসের কথায়। তানজিম সাকিবের বয়স এবং মানসিকতা বিবেচনায় নিয়েই কড়া পদক্ষেপ থেকে সরে এসেছে বিসিবি।

তবে ভবিষ্যতে এমন হলে ব্যবস্থা নেওয়া হবে, তাও জানান জালাল,‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Link copied