আমি নারীবিদ্বেষী নই: তানজিম সাকিব
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক অভিষেকের দিন কয়েকের ব্যবধানে মুদ্রার দুপিঠই দেখলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স যেমন দেশের পাশাপাশি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। তার প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি কুম্বলে ও কার্তিকরা।
তেমনি ফেসবুকে পুরনো কিছু পোস্টের জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। অবস্থা এতোটাই বিব্রতকর যে, বিসিবির পক্ষ থেকেও ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।
জালাল ইউনুস বলেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স এবং মিডিয়া কমিটি থেকে তার (তানজিম সাকিব) সঙ্গে যোগাযোগ করা হয়।
সে আমাদের জানিয়েছে, ‘এটার দায়-দায়িত্ব আমি নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। আমার মা একজন নারী, সেজন্য আমি কোনোদিনও নারীবিদ্বেষী নই। ’ এমনটাই তার বক্তব্য।