এবার মুখ খুলতে যাচ্ছেন তামিম
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ এএম

ছবিঃ সংগৃহীত
আজ বিকাল চারটার ফ্লাইটে ভারতের গৌহাটির উদ্দেশে রওনা হবে বিশ্বকাপের বাংলাদেশ দল। এই দলে নেই তামিম ইকবাল। ইনজুরির কারণে তাকে দলে নেওয়া হয়নি বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক।
তবুও তামিমকে বিশ্বকাপ দলের সঙ্গী না কারনোর বিষয়ে নানা গুঞ্জন বাতাসে ভাসছে। তবে বিষয়টি পরিষ্কার না করা পর্যন্ত আসল কারণ বোঝা যাচ্ছে না। তামিম অবশ্য ভক্ত, সমর্থকদের নিরাশ করছেন না। বাংলাদেশ দল দেশ ছাড়ার পর ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করে দেবেন বলে জানিয়েছেন।
তামিম ইকবাল এখন পর্যন্ত মুখ না খুললেও আজ এক ফেসবুক পোস্টে সবকিছু নিয়ে কথা বলার ইঙ্গিত দিয়েছেন দেশসেরা এই ওপেনার।
এক ফেসবুক বার্তায় তামিম লিখেন, "আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।"
বিশ্বকাপের বাকি আর মাত্র কদিন। আইসিসির মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবার শেষে গতকাল রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে হয়েছে বেশ নাটকীয়তা।
দলের মিডেল অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বকাপের এক মাসের চেয়েও কম সময়ে নতুন ক্রিকেটারদের ঝালিয়ে দেখা আরো কতো কি! সবকিছু চূড়ান্তরূপ ধারণ করে গতকাল মাঝরাতে।
বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে টালমাটাল অবস্থা টাইগার ক্রিকেট বোর্ডের। আবারো নতুনভাবে হাজির সাকিব তামিম দ্বন্দ্ব। অবশেষে বিশ্বকাপ দল ঘোষণা, যেখানে নেই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল।