পুরনো চোটে বিপিএল শেষ তামিমের
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের ম্যাচ বাকি আর দুটি। তবে এ দুই ম্যাচে খুলনা পাবে না দলের তারকা ওপেনার তামিম ইকবালকে। মূলত পুরনো পিঠের চোট নতুন করে জেগে ওঠায় তামিমকে এ দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে খুলনা।
তামিমের না থাকার বিষয়টি আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। সামনে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের।
এই সিরিজের আগে ওয়ানডে দলের অধিনায়ককে কোনো ঝুঁকিতে ফেলতে চায় না খুলনা টাইগার্স। বিপিএলে নিজেদের ১১তম ম্যাচের আগে আজ মিরপুরের একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে খুলনা টাইগার্স।
গণমাধ্যমের সামনে এসে তামিমের চোট ইস্যুতে হেড কোচ খালেদ মাহমুদ সুজন কথা বলেন। তামিমের চোট নিয়ে সুজন বলেন, ‘তামিমের একটু সমস্যা আছে।
ওর ব্যাক স্ট্রেইনে যে সমস্যা ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে, ওখানে আবার একটু ভুগছে। আমাদের টিম ফিজিও, ন্যাশনাল ফিজিও জুলিয়ান আসছে, সেও আজ মাঠে আমার সাথে কথা বলতে এসেছে। যেহেতু সামনে ইংল্যান্ড সিরিজ আছে, সেটা বড় কনসার্ন আমাদের।
তামিমকে দুই ম্যাচের বিশ্রাম দেওয়া নিয়ে সুজন আরও বলেন, ‘ও খেললে হয়তো আরও খারাপ হতে পারে। যদিও ফ্র্যাঞ্চাইজির ব্যাপার, তারা পয়সা দিয়ে নিয়েছে। তবে সবার আগে দেশ, আমাদের মালিকরাও সেটা ভালোভাবে বুঝবেন, নিবেন।
আজকে পরিস্থিতি যদি অন্যরকম থাকতো, আমরা কোয়ালিফায়ার খেলব। আমাদের ওয়ানডে দলের অধিনায়ক, অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই বিপিএলের বাকি দুই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও মিস করেছিলেন তামিম।