বিপিএলে দল পেলেন না সাব্বির-মুমিনুল-আশরাফুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ এএম


বিপিএলে দল পেলেন না সাব্বির-মুমিনুল-আশরাফুল

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে আগামী বছরের শুরুর দিকে। তার আগে রোববার (২৪ সেপ্টেম্বর) রেডিসন ব্লু হোটেলে শুরু হয় নিলাম। দেশি ক্রিকেটারদের দুই রাউন্ডের ডাক শেষে বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের ডাক অনুষ্ঠিত হয়। 

এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটার ছিলেন ২০৩ জন। তাদেরকে ভাগ করা হয় সাতটি ক্যাটাগরিতে। আর বিদেশি ক্রিকেটার ছিলেন ৪৪৮ জন। তাদেরকে ভাগ করা হয় পাঁচটি ক্যাটাগরিতে।

বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি জাতীয় দলের এক সময়ের তারকা মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান। এমনকি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করেনি। 

বিপিএলের গত আসরেও খেলেছিলেন সাব্বির রহমান। আশরাফুল খেলেছেন সর্বশেষ ২০১৯ সালে। নিষেধাজ্ঞা থেকে ফিরে চট্টগ্রাম ভাইকিংস তাকে দলে ভিড়িয়েছিল। আর মুমিনুল গতবারের মত এবারের আসরেও দল পাননি। যদিও এখন তার জাতীয় দলের ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে আছে কেবল টেস্ট ফরম্যাটে।

আগেরবার দল না পেলেও, ২০২৪ বিপিএলে খেলার আশার কথা জানিয়েছিলেন আশরাফুল। প্রাথমিক ড্রাফটে তার সেই আশা পূরণ হয়নি। তবে পরবর্তীতে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে তাদের দলে ঢোকার সুযোগ রয়েছে!

দেশের প্রায় অধিকাংশ তারকা ক্রিকেটার দল পেলেও দল পাননি মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও সাব্বির রহমান। তিনজনই নিজ নিজ সময়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। 

Link copied