বিশ্বকাপের পর বিপিএল থেকেও ছিটকে গেলেন ইবাদত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ এএম


বিশ্বকাপের পর বিপিএল থেকেও ছিটকে গেলেন ইবাদত

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত বড় দুই টুর্নামেন্টের আগে বাংলাদেশ জাতীয় দলে দুঃসংবাদ হয়ে আসে এবাদত হোসেনের ইনজুরি। হাঁটুর চোটের কারণে ক্রিকেটের গুরত্বপূর্ণ এই সময়টা পুনর্বাসনেই কাটাতে হচ্ছে জাতীয় দলের নির্ভরযোগ্য এই বোলারকে।

তবে সহসাই মাঠের ক্রিকেটে ফেরা হচ্ছেনা তার। বিপিএল ড্রাফটে নিশ্চিত হল সেই খবর। 

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট অনুষ্ঠান। আর সেখানে ড্রাফট শুরুর আগেই জানানো হলো আসন্ন এই বিপিএলে থাকছেন না পেসার এবাদত হোসেন। 

ড্রাফট শুরুর আগে ড্রাফট কমিশনার ও বিসিবির পরিচালক মাহবুব আনাম জানান, চোটের কারণে বিপিএল খেলা কঠিন ইবাদতের জন্য। জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল শুরু হওয়ার কথা। তখনো এই পেসারের পুর্নবাসন প্রক্রিয়া চলবে। শেষ মুহূর্তে তাই ড্রাফট থেকে ইবাদতের নাম সরিয়ে নেওয়া হয়।

চলতি মাসেই হাঁটুর চোটের কারণে অস্চ্রপচার করেছেন এবাদত। যে কারণে ৬ থেকে ৭ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তারকা এই পেসার। আর এই কারণেই আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না এবাদতের।

ইবাদতের চোটের শুরু গত জুলাইতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। বোলিং করার সময় পড়ে যান ইবাদত। এরপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে জানা যায় তার হাঁটুতে ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরি।

Link copied