বিপিএলে রংপুরের হয়ে খেলবে পাকিস্তানের বাবর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ এএম


বিপিএলে রংপুরের হয়ে খেলবে পাকিস্তানের বাবর

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি থেকে ১৫ কোটি রুপির প্রস্তাব পেয়েছেন বাবর আজম। তবে জানা যায়, সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন তারকা এ ব্যাটার। 

অবশেষে যেন সত্যি হতে চলেছে সেই কথা। ওয়ানডে ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার বাবর হতে চলেছেন সাকিব আল হাসানের সতীর্থ।

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল। তার জন্য এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দলে টেনেছেন পাকিস্তানের অধিনায়ক এবং বর্তমান বিশ্বে অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে। রংপুর এরই মধ্যে সাকিব ছাড়াও বেশকিছু খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে।

সাকিবকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার পরের রাতেই বাবরকে পরিচয় করালো তারা। তাকে পরিচয় করিয়ে দিয়েছে ইশারা-ইঙ্গিতে, তিনটি ক্লু দিয়ে। তার একটি প্রতিকী ছবি যুক্তকরে এক ফেসবুক পোস্টে রংপুর জানায়, '২০১৫ সালে অভিষিক্ত, ১০০ ইনিংসে ৫ হাজারের বেশি রান করা ও বর্তমান শীর্ষ র‍্যাঙ্কিংধারী দলের অধিনায়ক। যা হুবহু মিলে যায় বাবরের সাথে। 

Link copied