রংপুরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম


রংপুরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে আষাঢ়-শ্রাবণকেও হার মানিয়ে আশ্বিনে হচ্ছে মুষলধারে বৃষ্টি। এ অসময়ের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রংপুরের নিম্নাঞ্চল। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা।

আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৮৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।

টানা বৃষ্টিতে রংপুরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর প্রধান সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। কাজ করতে না পেরে বিপাকে শ্রমজীবী মানুষজন।

সেই সাথে আশ্বিনের এই ভারী বৃষ্টিতে ধানের উপকার হলেও সবজি খেতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরে সর্বমোট বৃষ্টি ১৬৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তবে রংপুর বিভাগে ৮৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ২৫৯.৪ মিলিমিটার। সবমিলিয়ে যা এ মৌসুমে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক অরজিৎ কুমার রায়। 

রংপুর নগরীর অনেক স্থানে ইতোমধ্যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও টানা বর্ষণে অস্বাভাবিক হারে পানি বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে।

খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে রংপুর নগরীর কামাল কাছনা, মাহিগঞ্জ, বোতলা, নিউ জুম্মাপাড়া, পূর্ব জুম্মাপাড়া, তাজহাট, বাবুপাড়া, কামারপাড়া, আদর্শপাড়া, নগর মীরগঞ্জ, শালবন, মিস্ত্রিপাড়া, কলাবাড়ি দর্শনা, মর্ডান মোড় সংলগ্ন বিভিন্ন মহল্লা, মুন্সিপাড়া, হনুমান তলা, মুলাটোল, মেডিকেল পাকার মাথা ও জলকরসহ বিভাগের আট জেলার বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

Link copied