বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা আপাতত বন্ধ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

ছবিঃ সংগৃহীত
প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির চোখ রাঙানির মধ্যে দুই প্রান্ত থেকে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের গতিতে সুবিধা করতে পারছে না নিউজিল্যান্ড।
৪.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯ রান করেছে তারা। পঞ্চম ওভারে নেমেছে বৃষ্টি, আপাতত খেলা বন্ধ।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার মঞ্চে একাদশে ফিরেছেন অভিজ্ঞ দুই টাইগার ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।
এই সিরিজে দুই দলের তারকা ক্রিকেটারকে বিশ্রামে দিয়ে বেঞ্চ এবং তরুণদের বাজিয়ে দেখছে লাল সবুজ জার্সিধারীরা ও ব্লাক ক্যাপসরা। তবে তাতে রঙ হারাচ্ছে না এই সিরিজ। কেননা বংলাদেশের কাছে এই সিরিজের গুরুত্ব অনেক। টাইগাররা এই সিরিজ দিয়েই চূড়ান্ত করবে বিশ্বকাপ স্কোয়াড। অনেকের জন্যই তাই এটা নিজেদের প্রমাণ করার শেষ মঞ্চ। তরুণদের সঙ্গে এই লড়াইয়ে আছেন সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা।