আগামী শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ এএম


আগামী শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবারের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপ তৈরি হওয়ার পর সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টি কম থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তিনি আরো বলেন, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও থাকতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

Link copied