পিএসজির প্রথম জয় এমবাপ্পের জোড়া গোলে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭ অগাস্ট ২০২৩, ০৬:৪০ এএম


পিএসজির প্রথম জয় এমবাপ্পের জোড়া গোলে

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। তবে মাঠের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছেন পিএসজি তারকা। এবার তার জোড়া গোলে চলতি মৌসুমের প্রথম জয় পেল পিএসজি। লাসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল।

ক্লাবের সাথে বিরোধের কারণে মৌসুমের শুরুতে দলের বাইরে রাখা হলেও মাঠে নেমেই দারুন খেলছেন এমবাপ্পে। এর আগে নিজের প্রথম ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি। যদিও সে ম্যাচটিতে জিততে পারেনি তারা। পিএসজি তিন ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। লেন্স তিন ম্যাচ থেকে পেয়েছে মাত্র এক পয়েন্ট।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লিসকে চেপে ধরলেও গোলের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৪তম মিনিট পর্যন্ত। মার্কো আলোসনসোর গোলে ডেডলক ভেঙে লিড নেয় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের এসিস্টে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ৯০ মিনিটের লিসের জালে তৃতীয় বারের মতো আছড়ে পড়ে পিএসজির বল। ফ্যাবিয়ান রুইজের পাসে ব্যবধান ৩-০ তে নিয়ে যান এমবাপ্পে।

যোগ করা অতিরিক্ত সময়ে স্বান্ত্বনার পুরস্কার পায় লিস। আর তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

Link copied