খুব শীঘ্রই মেসির সঙ্গে পিএসজি'র নতুন চুক্তি
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ০৬:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত
আর্জেন্টাইনদের দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে তার হাত ধরে। ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি নিজেরও অধরা স্বপ্নও পূরণ করেন লিওনেল মেসি। বিশ্বকাপ আমেজ শেষে এবার মেসির ক্লাব লড়াইয়ে ফেরার পালা।
সে লক্ষ্যে গত সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে গেলেও এখনও মাঠে নামা হয়নি তার। পিএসজির পরবর্তী ম্যাচেই দেখা যাবে এলএম টেনকে।
পিএসজিতে চুক্তির মেয়াদ বাড়াবেন লিওনেল মেসি। তিন মাস ধরে এ নিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলেছে পিএসজি।
দারুণ ফর্মে থাকা মেসির সঙ্গে শীঘ্রই আলোচনায় বসার কথা জানিয়েছেন পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি।
জুনে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তিতে যাবে তারা।
সে লক্ষ্যে আগামী সপ্তাহে প্যারিস যাবেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। যেখানে ক্লাব পরিচালকদের সঙ্গে দেখা চুক্তির মেয়াদ ও পারিশ্রমিকের বিষয়টি পাকা করবেন।
এক বছর কিংবা দুই বছরের জন্য নতুন চুক্তি করতে পারেন সাতবার ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি।
তবে মেসির পারিশ্রমিক বাড়ালেও এ নিয়ে পিএসজিকে ভাবতে হবে না। বিশ্বকাপ জেতায় মেসির ব্যবসায়িক মূল্যটা ঠিকই বোঝে পিএসজি। আর তাই বিশ্বব্যাপী একটি স্লোগানকে ব্র্যান্ডিং করতে পারে পিএসজি, মেসি রিটায়ারস ইন পিএসজি। অর্থাৎ, মেসি পিএসজিতে অবসর নেবেন। সেটি হলে পিএসজির আয়–উন্নতি মোটেই খারাপ হবে না।