এই মুহূর্তে আমি অবসর নিয়ে ভাবি নাঃ মেসি
প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৩, ১০:০২ এএম

ছবিঃ সংগৃহীত
বয়স ৩৬। স্বাভাবিকভাবেই ফুটবল প্রেমিদের মনে প্রশ্নটা উঁকি দিয়েই যায়, কবে অবসর নেবেন লিওনেল মেসি। এ ব্যাপারে আগেও কথা বলেছেন কিং লিও। তবে এবার সবকিছু খোলসা করে তিনি জানিয়ে দিলেন, এখনই অবসর নিয়ে ভাবছেন না। খেলতে চান। মাঠের ফুটবল ও অনুশীলনে উপভোগ করতে চান।
ক্যারিয়ারে লিওনেল মেসির কোন অপূর্ণতা নেই। গত বছরেই এ তারকা আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। ইতোমধ্যে ক্লাব ক্যারিয়ারে ঠিকানা বদলে পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকে। নতুন ক্লাবেও সময়টা দারুণ উপভোগ করছেন তিনি।
বুধবার এক সাক্ষাৎকারে মেসি বলেন, প্যারিসে দুই বছর থাকার সময় আমি ফুটবল উপভোগ করার অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। সেই সময়ে জাতীয় দলে আমার ভ্রমণ ছিল আমার সবচেয়ে আনন্দের মুহূর্ত। এখানে (মিয়ামি) আমি একই জিনিস খুঁজে পেতে চেয়েছিলাম এবং আমি এটি পেয়েছি।
এরপর অবসর প্রসঙ্গে মেসি বলেন, এই মুহূর্তে আমি অবসর নিয়ে ভাবি না। আমি খেলতে পছন্দ করি, আমি মাঠে বল নিয়ে থাকতে পছন্দ করি। প্রতিযোগিতা, প্রশিক্ষণগুলো উপভোগ করি এবং আমি জানি না যে আমি আর কতক্ষণ খেলব।