অবসরে গেলেন প্রধান বিচারতি হাসান ফয়েজ সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১২ এএম


অবসরে গেলেন প্রধান বিচারতি হাসান ফয়েজ সিদ্দিকী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান বিচারতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আজ সোমাবর (২৫ সেপ্টেম্বর)। এই অবসরের মধ্য দিয়ে ১৭ বছরের বিচারক জীবনের অবসান ঘটতে যাচ্ছে দেশের ২৩তম প্রধান বিচারপতির।

আজ অবসরে গেলেও হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি হিসেবে শেষ কর্মদিবস পার করেন গত ৩১ আগস্ট। ওইদিন শেষবারের মতো এজলাসে বসেন তিনি।

১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্ম নেওয়া হাসান ফয়েজ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন।

হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৮১ সালে জেলা আদালতে এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

Link copied