অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় সংবর্ধনা
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৮:২৫ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় অবসরপ্রাপ্ত শিক্ষক হুমায়ুন কবির বাদলকে সংবর্ধনা দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। শিক্ষককে বিপুল মর্যাদা প্রদান করায় শিক্ষার্থীরা প্রশংসায় ভাসছেন এলাকার মানুষের কাছে।
উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির বাদল ৩৪ বছর তিন মাস চাকরি শেষে গত ২৯ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে সম্মানিত করতে আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে তার কর্মজীবনের স্মৃতিচারণ, উপহার প্রদান ও প্রীতিভোজের পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদ্যালয় হতে এক কিলোমিটার দূরে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শামসুল আলম, সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রিটন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আমির উদ্দিন প্রমুখ।
অবসরপ্রাপ্ত শিক্ষক হুমান কবির বাদল জানান, আমার প্রিয় শিক্ষার্থীরা আজ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে যেভাবে আমাকে সম্মানিত করেছে, তাতে আমি অভিভূত। আমার শিক্ষকতা জীবন সার্থক বলে নিজেকে ধন্য মনে করছি।