ভারতের মাটিতে খেলতে আসছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৩, ১০:৫১ এএম


ভারতের মাটিতে খেলতে আসছেন নেইমার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিস্তিয়ানো রোনাল্ডো, নেইমার, করিম বেঞ্চেমা সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার ফলে ভারতীয় ফুটবল সমর্থকরা খুশি হয়েছিলেন। এর কারণ ছিল এই তারকাদের ভারতের মাটিতে খেলতে দেখতে পাওয়া।

এএফসি কাপের এশিয়ান চ্য়াম্পিয়ন্স লিগে এবার সেটাই হতে চলেছে। ভারতে খেলতে আসতে পারেন নেইমার। সম্প্রতি এশিয়ান চ্য়াম্পিয়ন্স লিগের ড্র হয়। যেখানে মুম্বই সিটি এফসি ও আল হিলাল একই গ্রুপে পড়ে। যার ফলে আল হিলাল এবার ভারতে খেলতে আসবে। ফলে নেইমারের আসার সম্ভবনা রয়েছে।

সেক্ষেত্রে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ভারতের মাটিতে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে আল হিলালের সঙ্গে আসবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

এমন সংবাদে আনন্দে ভাসছে নেইমার সমর্থকরা। ভারতে এই প্রথমবার খেলতে আসবেন ব্রাজিলিয়ান এই তারকা।

Link copied