নিষেধাজ্ঞার মুখে পড়লেন রোনালদো
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ এএম

ছবিঃ সংগৃহীত
ক্লাব ফুটবলের এবারের মৌসুম বেশ ছন্দে থেকেই শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের হয়ে গোল করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেই বিপাকে পড়েছেন তিনি। জুটেছে এক ম্যাচের নিষেধাজ্ঞাও।
স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেও শুরু থেকে মাঠে ছিলেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচে অবশ্য সেই সুবিধা নিতেই পারেনি তার দল।রোনালদো নিজেও খুব বড় কিছু করে দেখাতে পারেননি। পুরো ম্যাচে সবচেয়ে কম (৩৭) বলে টাচ ছিল তারই। রোনালদোর এমন দুর্বল ফর্মের দিনে বেশ ভুগতে হয়েছে পর্তুগালকে।
ম্যাচের ৬২ মিনিটের ওই ফাউলে হলুদ কার্ড দেখেন রোনালদো। স্লাইড করে গোল করতে গিয়ে বলে পা দিয়ে স্পর্শ না করতে পারলেও উল্টো সিআরসেভেনের বুট গিয়ে আঘাত করে স্লোভাক গোলরক্ষকের মুখে। এ ঘটনার রেফারি হলুদ কার্ডও দেখিয়েছেন আল নাসের তারকাকে।
এর আগে আইসল্যান্ডের বিপক্ষেও কার্ড দেখেছিলেন। টানা দুই ম্যাচ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো। ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর।