যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ পিএম


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না: ওবায়দুল কাদের

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে মির্জা ফখরুল ধমক দিয়ে নিষেধাজ্ঞার কথা বলে। নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। 

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য যে ভিসানীতি ঘোষণা করেছে এর সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারে না, ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ কেন বন্ধ করতে পারে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পাশে কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নিজেরাই রাজনীতি করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার জন্য যেই কথা বলছে, তার চেয়ে বেশি রাজনীতি করেছে।  বিএনপি খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করতে চেয়েছে। সেটাই তাদের উদ্দেশ্য ছিল।

সমাবেশে ফখরুলের কান্নার সমালোচনা করে কাদের বলেন, ‘কাঁদতে কাঁদতে কান্নার দরিয়া হয়ে যাবে। তবু আপনাদের ক্ষমা নেই, মির্জা ফখরুল। আপনাদের পিতৃহত্যা, ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেবোই। বাংলার মানুষ বিএনপিকে ক্ষমা করবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই খেলা শুরু হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্যাপ্টেন আসতেছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে ক্যাপ্টেন এখন ওয়াশিংটনে আছেন। প্রস্তুত হয়ে যান, খেলা হবে।’

কেরানীগঞ্জের নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, বারবার আসতে পারব না, ভোটের জন্য তৈরি হয়ে যান। ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে। বারবার আসব না, আপনারাই শেখ হাসিনার হয়ে জনগণের কাছে যাবেন।

Link copied