কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ এএম


কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছে: ওবায়দুল কাদের

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের সময় মন্ত্রিসভা কেমন হবে, তা প্রধানমন্ত্রী ঠিক করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর গঠিত সেই মন্ত্রীসভার কাজ হবে শুধুমাত্র রুটিন ওয়ার্ক করা। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করবো, এর বাইরে আওয়ামী লীগের কোন চিন্তা নেই।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এসব কথা বলেন তিনি।

কঠিন সময় পাড়ি দেওয়ার সাহস শেখ হাসিনার আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছে।

সেতুমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না।

আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। বিএনপি মানেই সন্ত্রাস। তাদের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। তারা নিজেদের পকেটকে উন্নয়ন করেছে।

Link copied