আমাদের এখন কঠিন সময়: ওবায়দুল কাদের
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ এএম

ছবিঃ সংগৃহীত
বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই। আমাদের এখন কঠিন সময়। তাই যেমন কুকুর তেমন মুগুর—ওই রকম ইশতেহার করুন। দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনা আল্লাহর রহমতের দান। আমরা গত বছরের নির্বাচন ইশতেহার করেছি। ইশতেহার পড়ে কয়জন? বুলেট পয়েন্টে করুন ইশতেহার। কোনো দরকার নেই বিশাল একটা পুস্তক রচনা করার। এ ধরনের ইশতেহার কেউ পড়বে না। মানুষের সময়ও নেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে তিনি বলেন, কে কাকে নিষেধাজ্ঞা দিলো সেটা নিয়ে আওয়ামী লীগ ভাবে না।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল না পাঠানোর ঘোষণার বিষয়ে তিনি বলেন, পর্যবেক্ষক কারা আসবে না আসবে সেটা ভাবার বিষয় নয়।
ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাব সব জায়গায়। আমাদের সময়ের সঙ্গে বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ। ক্ষমতায় থাকতে হলে এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।