আট ম্যাচ ধরে অজেয় কাতালানরা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ এএম

ছবিঃ সংগৃহীত
দুই বছর পর প্রথমবার বার্সেলোনার মুখোমুখি হয়েই ভুল করে বসলেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের জার্সিতে একটা সময় কাতালান জায়ান্টদের আটকানোর দায়িত্ব পালন করা অভিজ্ঞ ডিফেন্ডার আত্মঘাতী গোল করলেন। নতুন ক্লাব সেভিয়ার জার্সিতে ওই এক ভুলে বার্সাকে জয় উপহার দিলেন তিনি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় সেভিয়া ও বার্সেলোনা।
ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় বার্সা।
ম্যাচটির শুরুতে সেভিয়ার আক্রমণ দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বার্সেলোনা মরিয়া হয়ে ওঠে। ১৯ মিনিটে ইভান রাকিটিচের ক্রস ঠিকমতো কাজে লাগাতে ব্যর্থ হন দোদি লুকেবাকিও। তাতে গোল থেকে বঞ্চিত হয় সেভিয়া। এর ৩ মিনিট পরেই নিশ্চিত গোল বঞ্চিত হয় বার্সা। জোয়াও ক্যানসেলোর থেকে পাস পেয়ে গোলমুখে শট নেন জোয়াও ফেলিক্স। কিন্তু সেভিয়ার গোলপোস্টে লেগে সেই শট ফিরে আসে।
৭৬তম মিনিটে ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের ক্রস ব্লক করতে গিয়ে রিয়ালের সাবেক অধিনায়ক বল জড়িয়ে দেন জালে। রামোসের আত্মঘাতী গোলে বার্সার জয়ের পর ভাইরাল হয়েছে একটি ছবি। টানেলে ছোট্ট ইয়ামালের হাত ধরে আছেন রামোস, বার্সা ফরোয়ার্ড ওই সময় ক্লাব মাসকট ছিলেন।
ম্যাচের পার্থক্য শেষ পর্যন্ত গড়ে দেয় রামোস। সেভিয়াও সুযোগ পেয়েছিল। তবে বার্সার গোলমুখ ছিল অক্ষত। তাতে আট ম্যাচ ধরে অজেয় থাকলো কাতালানরা।