বার্সেলোনার কাছে পাত্তাই পেলো না রিয়াল মাদ্রিদ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩, ০৪:৪২ এএম

ছবিঃ সংগৃহীত
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ সৌদি আরবে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন জায়ান্ট বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ।
রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। পুরো ৯০ মিনিটের খেলাতেই অসাধারণ দাপটে ছিলো জাভির শিষ্যরা।
ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখেছে প্রায় ৭০ হাজারের ও অধিক ফুটবল ভক্ত। তাছাড়াও সারাবিশ্বের লক্ষ-কোটি ফুটবল ভক্তের চোখ ছিলো আজ রিয়াদের এই স্টেডিয়াম এবং এলক্লাসিকো ম্যাচটির দিকে।
হাইভোল্টেজ এই ম্যাচটিতে প্রথম গোল আসতে সময় নিয়েছিলো ৩৩ মিনিট। বার্সেলোনাকে প্রথম স্কোর করে এগিয়ে দেন তরুণ গাভি। প্রথমার্ধের শেষ মিনিটে আবারো গাভির এসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেওয়ানডস্কি।
দ্বিতীয়ার্ধ খেলা চলাকালীন ৬৯ মিনিটের মাথায় পেদ্রির গোলে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩ জন স্কোরারের ই এলক্লাসিকো ম্যাচে প্রথম গোল এটি।
খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে ১ টি গোল পরিশোধ করেন করিম বেঞ্জেমা। তবে ততোক্ষণে বার্সেলোনার বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিলো। ফুলটাইম শেষে মাদ্রিদ'কে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।
এই আসর মিলিয়ে সর্বোচ্ছ ১৪ বার বার্সেলোনা নিজেদের ঘরে তুলে নিলো এই স্প্যানিশ সুপার কাপের শিরোপা। মেসি বার্সেলোনা থেকে বিদায়ের পরবর্তী সময় এবং কোচ হিসেবে জাভির আন্ডারে এটি বার্সেলোনার প্রথম শিরোপা অর্জন।