৩৫টি দেশের সামনে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের প্রদর্শন করছে ভারত
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম

ছবিঃ প্রতীকি
ভারত প্রতিরক্ষা রপ্তানি বাড়াতে এবং নতুন দরজা খোলার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে প্রায় ৩৫টি দেশের সামনে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র প্রদর্শন করছে ভারত। ২৬শে সেপ্টেম্বর থেকে দিল্লিতে ইন্দো-প্যাসিফিক সেনা প্রধানদের সম্মেলন শুরু হয়।
সেখানে ভারত তাদের সামরিক সাজ সরঞ্জাম প্রদর্শন করে। মূলত অস্ত্র রফতানির ক্ষেত্রে এবার নয়া দিশা খুলে যেতে পারে ভারতের সামনে। ভারত যে ধরনের অস্ত্র তৈরি করেছে তার বরাত মিলতে পারে অন্য দেশের কাছ থেকে।
ভারতের তৈরি এসমস্ত অস্ত্রগুলোর মধ্যে আনম্যানড এরিয়াল সিস্টেম, ড্রোনকে রুখে দেয় ও ধ্বংস করে দেয় এমন বন্দুক, জ্যামার্স, স্নাইপার রাইফেল, সুরক্ষার কবচ। এসমস্ত ভারতীয় অস্ত্র নিয়ে বহু শক্তিশালী দেশগুলোরও আগ্রহ রয়েছে। তাই এই সম্মেলনের ফাঁকেই ভারত নিজেদের দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের পশরা সাজিয়ে গ্রাহক ধরবার চেষ্টা করবে।
প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বিষয়ে ওয়াকিবহাল সূত্রগুলি দাবি করছে যে, এই উদ্যোগ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের গুরুত্ব প্রদর্শনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূলত এই উদ্দ্যেশ্যেই ভারত তাদের সামরিক সরঞ্জাম প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ভারতের সামনে নতুন দিশা খুলে যেতে পারে।
এই প্রাসঙ্গিক আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারত ২০২৪-২৫ সালের মধ্যে অন্তত ৩৫০০০ কোটি টাকার অস্ত্র রপ্তানি করতে চাইছে।
উল্লেখ্য ভারতীয় সেনা ও মার্কিন সেনা যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। এটি বিশ্বে স্থল বাহিনীর বৃহত্তম প্রদর্শন হিসাবে বিবেচিত হয়। এই প্রদর্শনীতে অংশ নিতে ২০টি দেশের সেনাপ্রধানরা ভারতে আসেন। বাকি ১৫ দেশের সেনাপ্রধান বা ডেপুটি কমান্ডাররা থাকছেন।
এই উদ্যোগ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা বজায় রাখতে কাজ করবে বলে মনে করছে দিল্লি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একজন কর্মকর্তার মতে, আইপিএসিসি একটি বড় প্ল্যাটফর্ম। তাই এখানে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত কতটা এগিয়ে তা অন্যান্য দেশের কাছে তুলে ধরার এটি একটি দুর্দান্ত সুযোগ। দেশের সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশ কতটা প্রস্তুত তাও দেখানো যাবে দেশবাসীকেও।
এখানে অংশগ্রহণকারী দেশগুলো হলো আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, মালদ্বীপ ইত্যাদি।
যে সমস্ত সামরিক সরঞ্জামগুলি প্রদর্শিত হবে তা হল মেশিন পিস্তল, রোবোটিক সরঞ্জাম, স্বয়ংক্রিয় অস্ত্র পরিষ্কারের ব্যবস্থা। প্রদর্শনীতে প্রায় ৩০টি ভারতীয় অস্ত্র উৎপাদক কোম্পানি বিক্রেতা অংশ নিচ্ছে।