কানাডা প্রবাসী খালিস্তান পন্থী শিখ নেতাদের বিরুদ্ধে কঠোর এন আই এ

প্রসেনজিৎ রায়, ভারত

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ এএম


কানাডা প্রবাসী খালিস্তান পন্থী শিখ নেতাদের বিরুদ্ধে কঠোর এন আই এ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যার রহস্যময় মৃত্যুর জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে সেই খালিস্তান পন্থী শিখ নেতার ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করলো ভারতের জাতীয় তদন্তকারি সংস্থা এন আই এ। উল্লেখ্য হরদীপ সিং নির্ঝর নামের শিখ নেতা ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা ছিলেন। 

১৯৯৭ সালে সে পাঞ্জাব অর্থাৎ ভারত থেকে গোপনে কানাডায় পাড়ি দেন। ভারতে তার বিরূদ্ধে পাঞ্জাবকে পৃথক দেশের দাবি তুলে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই এর মদতে ভারত বিরোধী ষড়যন্ত্র করার অভিযোগও রয়েছে। ২০২০ সালে ভারত সরকার তাকে পলাতক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে। 

অন্যদিকে তার নেতৃত্বে কানাডায় বসবাস কারি প্রবাসী ভারতীয় শিখদের নিয়ে ভারত বিরোধি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। ইতিপূর্বেই সে কানাডার স্থায়ী নাগরিকত্বও পেয়ে যায়। এমতাবস্থায় গত জুন মাসে কানাডায় একটি গুরুদুয়ারা (শিখদের প্রার্থনা স্থল) র সামনে দুই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ এই শিখ নেতা হরদীপ সিং নির্ঝরকে গুলি করে হত্যা করে। 

জুন মাসের সেই হত্যার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের সংসদে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি নিহত শিখ নেতা যাকে ভারত সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে রেখেছে সেই নির্ঝরকে কানাডার নাগরিক দাবি করেন। শুধু তাই নয় কানাডার মাটিতে কানাডার নাগরিককে খুন করার পেছনে সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থার হাত থাকার কথা বলে সেই দেশ থেকে ভারতীয় রাজদূতকে ভারতে পাঠিয়ে দেয়। এরপর ভারত ও কানাডার রাজদূতকে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

এই পরিস্থিতিতে প্রতিদিনই দুই দেশের তরফে একে অপরের বিরুদ্ধে কুটনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ভারতও এখন অবধি আক্রমণাত্মক ভূমিকায় রয়েছে। 

এরই অংশ হিসেবে ভারতের পাঞ্জাবে কানাডার খালিস্তান পন্থীদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক যুক্ত সন্দেহভাজনদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। শুক্রবার পাঞ্জাবের অমৃতসর ও চন্ডিগড়ে কানাডায় খুন হওয়া নির্ঝরের বিভিন্ন স্থাবরস-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে এন আই এ।

একই সঙ্গে পাঞ্জাবের অমৃতসর এবং চণ্ডীগড়ে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ) এর স্ব ঘোষিত প্রধান গুরপতবন্ত সিং পান্নু'র সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই পান্নু ও কানাডা থেকেই পৃথক খালিস্তানের দাবিতে ভারত বিরোধি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এই পান্নুর উপর ২০১৯ সাল থেকেই নজরদারি চালিয়ে আসছিল এন আই এ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও কার্যকলাপ প্রচার ও পরিচালনার খরচ যোগাতে কানাডায় বসে ভারতের দিল্লি পাঞ্জাব, হরিয়ানায় মানুষকে হুমকি ও ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মামলা রয়েছে।

পৃথক খালিস্তানের নামে পাঞ্জাব এবং দেশের অন্যত্র ভয় ও সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে তার প্রধান ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাব-ভিত্তিক গ্যাংস্টার এবং যুবকদের ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে খালিস্তান-পন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার পরামর্শ দিতেও দেখা গেছে তাকে। ,

ভারত ও কানাডার মধ্যে সাম্প্রতিক বিবাদ শুরু হলে এই পান্নু পাবলিক ফোরামে বসে সিনিয়র ভারতীয় কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। পান্নু কানাডায় বসবাসকারী হিন্দুদেরও কানাড়া ছেড়ে চলে যাবার হুমকি দেয় তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে।

Link copied