শিখ নেতা হত্যার বিষয়ে কানাডাকে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত
কানাডার ভ্যাঙ্কুভার এলাকায় শিখ নেতা হারদ্বীপ সিং হত্যার পর অটোয়াকে তথ্য সরবরাহ করেছিল আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো। পশ্চিমা মিত্র কর্মকর্তাদের মতে, কিন্তু কানাডা এমন সুক্ষ্ম বুদ্ধিমত্তা দিয়ে এই চক্রান্তের তথ্য সাজিয়েছে যার ফলে সম্পূর্ণ দায় ভারতের ওপরেই গিয়েছে।
আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের গোয়েন্দাদের জোট ‘ফাইভ আইস পার্টনার্স’-এর এক আধিকারককে উদ্ধৃত করে এক রিপোর্টে দাবি করা হয়েছে, হত্যাকাণ্ডের পরেই আমেরিকার গোয়েন্দারা কানাডাকে তথ্য সরবরাহ করেছিল। যদিও সেই সময় নাকি এই হত্যাকাণ্ডে ভারতের যুক্ত থাকার সম্ভাবনা'র বিষয়ে অবগত ছিল না আমেরিকা।
কানাডার শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এবার এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন স্পষ্ট জানিয়েছেন, এই ইস্যুতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে তার দেশ।
গত সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, খালিস্তানি নেতা হারদ্বীপকে ভারতের এজেন্টরা হত্যা করেছেন।
খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-কানাডা সম্পর্ক। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ঘটেছে কূটনীতিক বহিষ্কারের ঘটনাও।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ভারত-কানাডা টানাপোড়েনের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন।’
অপর দিকে ভারত দাবি করে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
এমন উত্তেজনার মধ্যেই নিজ নাগরিকদের ‘ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করেছে কানাডা। অবশ্য এই সতর্কতার সঙ্গে শিখ নেতার হত্যার বিষয়টির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে এমন দিনে সতর্কতাটি দেওয়া হয়েছে—যেদিন দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছিল।
১৮ জুন ভ্যাঙ্কুভার এলাকায় দুই ব্যক্তি কানাডিয়ান নাগরিক নিজ্জারকে গুলি করে হত্যা করে। হত্যার আগে কানাডার কর্মকর্তারা নিজ্জারকে বলেছিলেন, তিনি বিপদে আছেন। এমনকি তার বেশ কয়েকজন বন্ধু ও সহযোগীও তাকে হুমকির বিষয়ে বারবার সতর্ক করার পাশাপাশি মন্দিরে না যেতে বলেছিলেন।
কর্মকর্তারা আরও বলেছন, কানাডিয়ান কর্মকর্তারা নিজ্জারকে সাধারণ সতর্কবাণী দিয়েছেন, কিন্তু তাকে বলেননি যে তিনি ভারতীয় সরকারের চক্রান্তের একটি টার্গেট।