বন্দুক হামলা নিয়ন্ত্রণে নতুন দপ্তর খুলবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি দপ্তর খোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। দফতরটির প্রধান হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রায় প্রতি মাসেই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার খবর পাওয়া যায়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) গত কয়েক বছরে বন্দুক হামলায় নিহতদের স্মরণে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছিল।
সেখানে বাইডেন বলেন, ঝড়ের মতো বাড়তে থাকা বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্র ছারখার হয়ে যাচ্ছে। এই সংকট নিয়ন্ত্রণে আমার নেতৃত্বাধীন প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই প্রচেষ্টার ধারাবাহিকতায় শিগগিরই একটি নতুন দফতর খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যেটির কাজ হবে এ সহিংসতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হবেন সেই দফতরের প্রধান।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, নষ্ট করার মতো আর সময় কিংবা জীবন- কোনোটাই আমাদের হাতে নেই। কারণ, প্রকৃত স্বাধীনতার সঙ্গে জনগণের জীবনের নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত।