তিন পুরস্কার জিতে নিলেন মেসি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৫:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত
২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্সের আরও স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা।
২০২২ সালে বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড।
গতকাল বৃহস্পতিবার মেসির হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আইএফএফএইচএস।
গত বছরের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন পিএসজি তারকা।
গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। মেসির হাতে ওঠে বিশ্বকাপ শিরোপা। এর পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নেন মেসি। এরপর গত ফেব্রুয়ারিতে পেয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি।
আইএফএফএইচএসের পুরস্কার জয়েও মেসির ধারেকাছে কেউ নেই। ২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন মেসি!