সিরাজগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ এএম

ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে শুরুতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক ফারুক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির।
অনুষ্ঠানের প্রধান অতিথি রায়হান কবির বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতির অন্ধকার দূর করতে। তিনি ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্ণতা দান করে গেছেন। জগতে আলো ছড়িয়ে অন্ধকারকে জয় করতেই আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে মহানবী (সা.) ছিলেন অনুপম আদর্শের অধিকারী। তিনি কখনই অন্য ধর্মাম্বলম্বীদের উপর কোন ধরনের হস্তক্ষেপ করেননি। উল্টো অন্য ধর্মের লোকজনের সাথে আপোষ করে সামাজিকতা ও শান্তি প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ওই আদর্শ আমরা অনুকরণ করলেই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বলে মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ এশারত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেদওয়ানুল হক সোহাগ।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ- ২০২৩ এ বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র- ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।