বিতর্ক প্রতিযোগিতায় বিএল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ পিএম


বিতর্ক প্রতিযোগিতায় বিএল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় (বি.এল সরকারি উচ্চ বিদ্যালয়) পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব- ২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পাবনা জেলা শহরের পাবনা সেন্টাল গালর্স হাইস্কুলে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শিশু সাহিত্যিক দন্ভ্য রওশন। 

পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব- ২০২৩ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো "পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকা প্রধান"  পক্ষে ছিলো, পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।

বিপক্ষে বিতর্কে অংশগ্রহণ করে, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। এ  বিতর্কে স্কুলের ছাত্র দলনেতা মোঃ রাদিত রাইয়ান (শ্রেষ্ঠ বক্তা), আবু ওবায়দা, রাহি বিশ্বাস ও ফাহিম মুনতাছির জিম'রা বিষয়ের বিপক্ষে বক্তব্য রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অভিজ্ঞান পত্র ও ট্রফি হাতে তুলে দেন অতিথিরা।

পাবনা আঞ্চলিক পর্যায়ে পাবনা, নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলার ১৬টি শীর্ষ পর্যায়ের বিদ্যালয়ের মধ্যে স্কুল বিতর্ক উৎসব  প্রতিযোগিতায় বিএল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে  বি.এল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম শেখ অভিনন্দন জানান। 

জানা যায় যে, বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম শেখ এর চৌকস নেতৃত্বে বিতর্ক প্রতিযোগিতা সহ সকল সহ:পাঠক্রম কার্যাবলী বিকশিত হয়ে বিদ্যলয়ের ছাত্র, শিক্ষক অভিভাবকসহ সকলের মধ্যে নতুন প্রাণের জোয়ার এসেছে। 

Link copied