মাঠে রোনালদোর অশ্লীল অঙ্গভঙ্গি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১০:৫৮ এএম


মাঠে রোনালদোর অশ্লীল অঙ্গভঙ্গি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে গিয়েও যেন শান্তিতে নেই পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-হিলালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে রোনালদোর দল পরাজিত হয় ২-০ গোলে। সেই ম্যাচে নানা বিতর্কে জড়িয়ে ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়েন তারকা এই ফুটবলার। 

ইতোমধ্যেই অনেক ভক্ত রোনালদোকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও তুলেছেন। মাঠ ছাড়ার আগে টানেলের কাছে কিছু সমর্থক তার উদ্দেশে 'মেসি, মেসি' বলে বিদ্রূপ করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে নিজের যৌনাঙ্গে হাত দিয়ে তাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো।  

রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। বিশেষ করে মুসলিমদের পবিত্র মাস রমজানে তার এমন অশালীন আচরণ রক্ষণশীল সৌদি আরবের অনেকে মানতে পারছেন না।

যদিও রোনালদোর ক্লাব আল নাসর তার পাশেই দাঁড়িয়েছে। তারা জানিয়েছে কেন রোনালদো ওই অঙ্গভঙ্গি করেছিলেন।

তাদের দাবি, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সে কারণেই ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি।

আল নাসের বলছে, রোনালদোর চোট রয়েছে এটাই সত্যি। কোনও সমর্থক অন্য কিছু ভাবতে চাইলে ভাবতে পারে।

রোনালদোর উদ্দেশে গ্যালারি থেকে মেসির নামে জয়ধ্বনি ছুটে আসা অবশ্য নতুন নয়। এর আগেও এমন অভিজ্ঞতা হয়েছে তার। কিন্তু রোনালদোর হতাশা বাড়িয়েছে ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্স। সৌদি প্রো লিগের শিরোপার লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে আল নাসর। তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ; যারা আবার এক ম্যাচ কম খেলেছে।

মজার ব্যাপার, রোনালদো বিতর্ক ছড়ালেন আল-হিলাল ক্লাবের বিপক্ষে ম্যাচেই। গুঞ্জন আছে, এই আল-হিলালই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে।
 

Link copied