নিয়মভঙ্গের দায়ে জরিমানা শোধ করেছেন এমবাপ্পে
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ১১:০৪ এএম

ছবিঃ সংগৃহীত
কাতার বিশ্বকাপে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করে দলের সেরা খেলোয়াড় হন তিনি। কিন্তু ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাজির হননি এই আলোচিত ফুটবলার।
ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শেষ হওয়ার পর কোচের সঙ্গে ম্যাচসেরা খেলোয়াড়ও সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন। কিন্তু কোচ দেশমের সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির না হয়ে সেই নিয়ম ভঙ্গ করেছেন এমবাপ্পে।
নিয়ম ভাঙায় ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে অর্থ জরিমানা করে ফিফা। এমবাপ্পে এর দায়টা নিজের কাঁধে নিয়েছেন। ফ্রান্স ফুটবল ফেডারেশনের জরিমানা তিনি নিজে থেকেই শোধ করেছেন।
পরে সংবাদমাধ্যমকে এমবাপ্পে বলেছেন, ‘আমাকে যখন বলা হলো যে (আমি কথা না বলার কারণে) ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হবে, আমি নিজেই সেটা দিয়ে দিলাম। কারণ, দায়টা তো আমার ছিল।’