কালীগঞ্জে মাদকসেবীসহ ১৭ জনের জরিমানা
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ এএম

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে ১৭ জনের ১ লক্ষ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার কালভৈরব বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনকারী ও বিভিন্ন অপরাধে ১৭ জনের জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম ।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক কালভৈরব বাজারের নামের এক চায়ের দোকানীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, জরিমানা আদায়ের পর ভবিষ্যতের জন্য তাদের সকলকে সতর্ক করা হয়েছে।