এমবাপ্পের কফিন পোড়াল আর্জেন্টিনা সমর্থকরা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত
সম্প্রতি শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার সম্ভাবনাময় সহজে বাগরা দেয় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের দ্বিতীয়র্ধের শেষের দিকে মাত্র ৩মিনিটে ২টি গোল করে বসেন এমবাপ্পে। অতিরিক্ত সময়েও মেসির সঙ্গে টক্কর দেন ফ্রান্সের এই ফুটবলার। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
গত রোববার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালের টাইব্রেকারে ফ্রান্সের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই হারের শোধ নিতে মেসির পিএসজি জার্সিকে পানশালার দরজার সামনে পাপোশ বানিয়ে পা মুছেছে ফরাসিরা।
আর্জেন্টাইন সমর্থকরাও কম যান না। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের পুতুল বানিয়েও উদযাপনে মেতেছে।
এছাড়া আরো এক অবাক করা কাণ্ড করেছে আর্জেন্টিনার সমর্থকেরা। এমবাপ্পের মুখ এঁকে কাঠের কফিন বানিয়ে পুড়েছেন।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার সমর্থকরা এমবাপ্পের ক্রস আঁকা কফিন বানিয়ে পুড়াচ্ছেন। আর সোল্লাসে নাচছেন তারা। সঙ্গে আর্জেন্টিনার পতাকা ওড়াচ্ছেন। কেউ কেউ চিৎকার করে বলছেন, ‘কিলিয়ান এমবাপ্পের ২৪তম জন্মদিনের উপহার এটা’।