পিএসজিতে থাকার ঘোষণা মেসির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৫:৫৫ এএম


পিএসজিতে থাকার ঘোষণা মেসির

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের পরই লিওনেল মেসি তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন, বিষয়টা আগেই জানা গিয়েছিল। সেই বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক দিন আগে। অধরা বিশ্বকাপ ধরা দিয়েছে মেসির হাতে।

এবার তার সিদ্ধান্ত নেওয়ার পালা। সে সিদ্ধান্তটা পিএসজির পক্ষেই যাচ্ছে। বিশ্বকাপ চলাকালেই শোনা গিয়েছিলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে নিতে চায়; কিন্তু এখনই যুক্তরাষ্ট্রে গিয়ে ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন না মেসি।

বিশ্বকাপ জয় করে দেশে ফিরে বিজয়োৎসবের মাঝেই পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত। ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই। 

নতুন চুক্তি অনুসারে আরও এক মৌসুম তথা ২০২৩-২৪ মৌসুমেও নেইমার-এমবাপেদের কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে মেসিকে। ২০২১ সালে বার্সেলোনা থেকে মেসি পিএসজিতে এসেছিলেন ২ বছরের চুক্তিতে। যার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৩ সালের জুনে।

Link copied