আইপিএলে লিটনের অভিষেক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত
নান্দনিক কাভার ড্রাইভে চার মেরে দারুণ শুরু করেছিলেন লিটন দাস। কিন্তু সকালের সূর্য সবসময় দিনের পূর্বাভাস দেয় না।
কলকাতার জার্সি গায়ে শুরুটা দুর্দান্তই হয়েছে লিটনের। দিল্লি পেসার ইশান্ত শর্মার করা প্রথম ওভারে নিজে প্রথম বল মোকাবিলা করেই চার মারেন লিটন।
আইপিএলে অভিষেক ম্যাচে সেই চার রানেই বিদায় নিতে হলো বাংলাদেশের এই ব্যাটারকে।
প্রথম বলেই কাভার ড্রাইভে ইশান্ত শর্মার ডেলিভারিকে বাউন্ডারি ছাড়া করেন ডানহাতি এই ব্যাটার। পরের দুই বল থেকে অবশ্য রান নিতে পারেননি।
দ্বিতীয় ওভারে শেষ বলে ফের স্ট্রাইক পান লিটন। কিন্তু এবার নিজের উইকেটই উপহার দিয়ে আসেন তিনি।
মুকেশ শর্মার করা শর্ট ডেলিভারিটি অনেকটা বাইরেই ছিল লিটনের। পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন এই ওপেনার। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্কয়ার লেগে থাকা ললিত যাদবের হাতে। তাই ৪ বলে ৪ রান করেই ফিরতে লিটনকে।