এশিয়া কাপে যোগ দিচ্ছেন লিটন, কিছুই জানেন না পাপন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পিএম


এশিয়া কাপে যোগ দিচ্ছেন লিটন, কিছুই জানেন না পাপন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দিচ্ছেন লিটন দাস। সোমবার ( ৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে কাছে এই খবর আসে। বিসিবির একটি সূত্র জানা যায়, রাত নয়টার ফ্লাইটেই পাকিস্তান রওনা হবেন তিনি। তবে লিটনের এশিয়া কাপ খেলতে যাওয়ার খবর জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জ্বরের কারণে দলের সঙ্গে এশিয়া কাপের বহরে উঠতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে উঠতে দেরি হওয়ায় তাকে একটা সময় বাদই দেওয়া হয় স্কোয়াড থেকে, দলে যোগ করা হয় এনামুল হক বিজয়কে।

তবে গতকাল আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ ‘সুপার ফোর’ নিশ্চিতের পরেই আবার দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে লিটনকে।

বিসিবি সূত্রে জানা গেছে, দলে ইনজুরি শঙ্কা থাকায় আজ রাতেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাকিস্তানে পাঠানো হবে লিটনকে।

সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান বলেন, প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।

Link copied