যে লজ্জা থেকে বাংলাদেশকে মুক্তি দিল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পিএম


যে লজ্জা থেকে বাংলাদেশকে মুক্তি দিল শ্রীলঙ্কা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান এশিয়া কাপের ফাইনালে কি দারুণ বোলিংটাই না করলেন ভারতীয় পেসাররা। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই অলআউট দাসুন শানাকার দল। লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার পথে ৭ ওভারে ২২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন সিরাজ।

২০০০ সালের পর আজকের ম্যাচে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা তাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড থেকে বেঁচে গেছে।

এশিয়া কাপে সর্বনিম্ন স্কোর ছিল ৮৮ রানের। ২০০০ সালে এশিয়া কাপের সপ্তম আসরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এই লজ্জায় পড়ে বাংলাদেশ।

দ্বিতীয় সর্বনিম্ন রানের (৯৪) রেকর্ডটিও টাইগারদের, প্রতিপক্ষ সেই পাকিস্তানই। এবার টাইগার এই লজ্জার রেকর্ডের হাত থেকে উদ্ধার করল শ্রীলঙ্কা।

Link copied