টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ এএম


টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার বিপক্ষে আজ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

আজ এ টুর্নামেন্টে সপ্তম শিরোপার লক্ষ্যে খেলতে নেমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

দুই দলের শক্তিমত্তার দিকে তাকালে আছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লড়াইয়ের পূর্বাভাস। ভারত ও শ্রীলঙ্কা উভয় দলই বেশ দাপট ধরে রেখেছে আসরে। যেখানে ৫ ম্যাচের ৪টি জিতে উভয় দল উঠে এসেছে ফাইনালে। যা ভারতের ১০ম ও শ্রীলঙ্কার ১২তম এশিয়া কাপ ফাইনাল।

উভয় দল এর আগে শিরোপা জিতেছে একাধিবার। আসরের ইতিহাসে সর্বোচ্চ সাত শিরোপা ভারতের দখলে।

শ্রীলঙ্কা আছে এর পরেই, তারা শিরোপা জিতেছে ছয়বার৷ লঙ্কানদের সামনে সুযোগ আছে আজ জিতে ভারতকে ছুঁয়ে ফেলতে, তাদের রাজত্বে ভাগ নিতে।

দুই সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জেতা ভারতের সামনে আজ অষ্টম শিরোপার হাতছানি। আর দ্বিতীয় সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকার সামনে ভারতের রেকর্ড ছোঁয়ার সুযোগ।

Link copied