ভারতের বোলিং তোপে ৫০ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত
এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এ ছাড়া ভারতের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ।
এশিয়া কাপের ফাইনালে বড় প্রত্যাশা নিয়ে শুরুতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ব্যাট করতে নামতেই তাদের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো।
এক ওভারের গতি ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে লঙ্কানদের ব্যাটিং। পেসার মোহাম্মদ সিরাজ চতুর্থ ওভারে ৪ উইকেট নিয়ে শুরুতেই স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন।
১২ রানে ৬ উইকেট হারানোর পর উঁকি দিচ্ছিল ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানে (৩৫) অলআউটের শঙ্কাও। তবে শেষ পর্যন্ত কুশল মেন্ডিসের ১৭ রানে ভর করে ৫০ রানে থামে লঙ্কানদের ম্যাচ।
অবশ্য ম্যাচের ঘন্টা দেড়েক পার না হতেই এদিন মাঠ ছাড়ে খেলা দেখতে আসা লঙ্কান ভক্তরা।