এশিয়া কাপ শেষ লিটনের, দলে জায়গা গেল বিজয়
প্রকাশিত: ৩০ অগাস্ট ২০২৩, ০৬:২৮ এএম

ছবিঃ সংগৃহীত
যা শঙ্কা ছিল তাই হলো সত্য। জ্বরেই কপাল পুড়লো লিটন দাসের। খেলা হচ্ছে না এশিয়া কাপে। তার জায়গায় দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে।
শুধু প্রথম ম্যাচ নয়, পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন লিটন দাস। জ্বরের কাছে আটকা পড়ে এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। ইতোমধ্যেই তার বিকল্পও খুঁজে নিয়েছে বিসিবি। শ্রীলঙ্কায় যাচ্ছেন এনামুল হক বিজয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই দলের সঙ্গে যোগ দেবেন এনামুল হক বিজয়।
নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, লিটন দাসের জায়গায় একজন ডানহাতি টপ অর্ডার ব্যাটার যে উইকেটকিপিংটাও করতে পারে। আর সেই হিসেবে এনামুল বিজয় একদম পারফেক্ট। তবে ওয়ানডেতে মুশফিক দায়িত্ব সামলাচ্ছেন কিপিংয়ের। তাই বিজয় ১৭ জনের স্কোয়াডের বাইরে থেকে সরাসরি একাদশে ঢুকে পড়তে পারবেন কিনা সেটা নিশ্চিত করে বলার উপায় নেই।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিজয়। ৮৩৪ রান এসেছিল তিন সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরিতে। যেখানে স্ট্রাইক রেট ছিল ৯৭.৩১। তবুও যেন একটু আড়ালেই ছিলেন বিজয়। তবে হঠাৎ করেই ফের কপাল খুলে গেল তার। সরাসরি যোগ দিচ্ছেন এশিয়া কাপে।