এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা
প্রকাশিত: ২৯ অগাস্ট ২০২৩, ০৭:৫৯ এএম

ছবিঃ সংগৃহীত
শ্রীলঙ্কায় আগামী বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। তার আগে রবিবার দুপুরে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ক্যান্ডিতে পৌঁছে গেছে।
জ্বরের কারণে যেতে পারেননি লিটন দাস। এছাড়া টিকিট না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি জুনিয়র ক্রিকেটার তানজিম হাসান সাকিবও। জুনিয়র সাকিব অবশ্য সোমবার দুপুর একটার ফ্লাইটে ক্যান্ডির উদ্দেশে রওয়ানা হয়েছে।
বাংলাদেশের ব্যাটিংস্তম্ভের নির্ভরতার প্রতীক লিটন কুমার দাস। কিন্তু তিনি এখনো শ্রীলঙ্কা যেতে পারেননি। এমনকি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
এখনো জ্বরে ভুগছেন এই টাইগার ব্যাটার। বর্তমানে ১০০ ডিগ্রি জ্বর আছে তার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, জ্বর না কমলে আজও শ্রীলঙ্কা যাওয়া হবে না জাতীয় দলের এই ওপেনারের।
লিটনের বিকল্প হিসেবে অবশ্য দ্রুতই বিকল্প একজনকে পাঠানোর চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। বিকল্প হিসেবে সাইফ হাসানের নাম আলোচনায় থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত তিনি। টেস্ট দলের নিয়মিত ওপেনার জাকির হোসেনকে তাই দলে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।