টানা তৃতীয় হার কুমিল্লার, বরিশালের টানা তৃতীয় জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩, ১২:১৯ পিএম


টানা তৃতীয় হার কুমিল্লার, বরিশালের টানা তৃতীয় জয়

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হ্যাটট্রিক হারের তিক্ততা পেয়েছে। ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ১২ রানে হেরেছে তারা।

এটা আবার বরিশালের টানা তৃতীয় জয়। হার দিয়ে যাত্রা শুরু হলেও সবশেষ দুই ম্যাচে রংপুর ও চট্টগ্রামের বিপক্ষে জিতেছিল তারা।

৪৫ বলে ৮১ রানের অপরাজিত ইনিংসে দলকে ১৭৭ রানের পুঁজি এনে দেন সাকিব। সেই রান তাড়া করতে নেমে কুমিল্লা ভালো শুরু পেলেও, বরিশাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৫ রানেই থামে দলটির ইনিংস।

ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় ম্যাচ সেরার পুরস্কার ওঠে বরিশাল অধিনায়ক সাকিবের হাতেই।  

Link copied